রবিবার, ২ অক্টোবর, ২০১৬

নার্স ও পেশা হিসেবে নারসিং

কর্তব্যরত নার্স
সেবা শুশ্রাসা দিয়ে মরনাপন্ন রুগিকে বাঁচিয়ে তুলবার কাজটিই করে থাকেন নার্সরা। এদিক দিয়ে বিচার করলে নার্সদের কজটি শুধু গুরুত্বপূর্ণই নয় অত্যন্ত মহৎও বটে।
কিন্তু দুঃখের বিষয়টি হচ্ছে বাংলাদেশে এখনও নার্সদের সেভাবে মূল্যায়ন করা হয় না যেভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
কর্মক্ষেত্রে যতেষ্ট বেতনসহ অন্যান্য সূযোগ সুবিধা দেওয়া হয় না। সমজেও তারা অনেকটাই অবহেলিত। কিন্তু তারপরও এদেশের নার্সরা তাদের কাজে  ও দায়িত্বে অত্যন্ত মনযোগী ও আন্তরিক।

নিচের ভিডিটি তারই এক জ্বলন্ত প্রমাণঃ




বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

শহীদ চাঁন্দু স্টেডিয়াম, বগুড়া

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম একটি আন্তজাতিক মান সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম। বি এন পি সরকারের সময় এই স্টেডিয়ামটির ব্যাপক উন্নয়ন সাধন করা হয়। ফলশ্রুতিতে স্টেডিয়াম সংলগ্ন পুরো এরাকারই উন্নতি হয় দ্রুত গতিতে। দৃষ্টি নন্দন এই স্টেডিয়ামটিতে পর পর বেশ কয়েকটি আন্তজাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তারপর দীঘ সময় পার হয়ে গেলেও আর কোন আন্তাজাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তবে এ পযন্ত দেশীয় ম্যাচ নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
ভিডিওতে দেখুন এই দৃষ্টি নন্দন ক্রিকেট স্টেডিয়ামটিঃ

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

মহাস্থানগড়, বগুড়া

মহাস্থানগড় বগুড়া জেলা শহরের অদূরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। স্থানটি শুধু মাত্র এক নজর দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত নারী, পুরুষ ও শিশুরা এখানে বেড়াতে আসে।
----------------------------------------------------------
 
 
 

এক নজরে বগুড়া শহর

বগুড়া বাংলাদেশের একটি অন্যতম জেলা শহর। জেলাটি বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং উত্তর বংগের প্রবেশদ্বার হিসেবে খ্যাত।

গত বি এন পি সরকারের শাসনামলে জেলাটিতে ব্যাপক উন্নয়ন সাধন করা হয়। তবে পুরোপুরি উন্নয়ন সাধনের পূর্বেই বি এন পি রাষ্ট্রীয় ক্ষমতা হারিয়ে ফেলে এবং বগুড়ার উন্নয়নও থমকে দাঁড়ায়।

-------------------------------------------------------------------------------------------------------------------------


অক্সফোর্ড মিশন চার্চ, বরিশাল

অক্সফোর্ড মিশন চার্চ যা একশ’বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থান করছে।