রবিবার, ২ অক্টোবর, ২০১৬

নার্স ও পেশা হিসেবে নারসিং

কর্তব্যরত নার্স
সেবা শুশ্রাসা দিয়ে মরনাপন্ন রুগিকে বাঁচিয়ে তুলবার কাজটিই করে থাকেন নার্সরা। এদিক দিয়ে বিচার করলে নার্সদের কজটি শুধু গুরুত্বপূর্ণই নয় অত্যন্ত মহৎও বটে।
কিন্তু দুঃখের বিষয়টি হচ্ছে বাংলাদেশে এখনও নার্সদের সেভাবে মূল্যায়ন করা হয় না যেভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
কর্মক্ষেত্রে যতেষ্ট বেতনসহ অন্যান্য সূযোগ সুবিধা দেওয়া হয় না। সমজেও তারা অনেকটাই অবহেলিত। কিন্তু তারপরও এদেশের নার্সরা তাদের কাজে  ও দায়িত্বে অত্যন্ত মনযোগী ও আন্তরিক।

নিচের ভিডিটি তারই এক জ্বলন্ত প্রমাণঃ




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন